কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড় লাখ পিস ইয়াবাসহ জুলেখা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রবিবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামা পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।
র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, হ্নীলার লামা পাড়ার একটি বাড়িতে ইয়াবা লেনদেন হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুলেখা বেগম নামে এক নারীকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যে একটি বস্তা থেকে ১ লাখ ৪৯ হাজার ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা। জুলেখা বেগমকে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।