দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাটি খননকারী এক্সক্যাভেটরের ধাক্কায় ৩ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার জেলালগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার সেগুনবাগান গ্রামের বাসিন্দা সুজন (৩৫), ওসমান গণি (৩০) এবং বিপ্লব হোসেন (৪০)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, বিরামপুর উপজেলায় একটি মাটি খননকারী এক্সক্যাভেটরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নবাবগঞ্জগামী মোটরবাইকটি এক্সক্যাভেটরটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং অপর একজন মোটরসাইকেল আরোহী আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায়।