নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের পরিস্থিতি দিনে দিনে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুর পর মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৪ জন।
এদিকে করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩০১ জন। এ ছাড়াও ৫ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে পুলিশ সুপার নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২১৮ জন। সদরে ৪৪ জন, বন্দরে ২৩ জন, সোনারগাঁওয়ে ৩, রূপগঞ্জে ৫ ও আড়াইহাজারে ৮ জন।
সারা জেলায় লকডাউন ঘোষণার পরও কেউ মানছে না। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ শহরে কঠোর অবস্থানে থাকলেও শহর ও অলিগলিতে জন সমাগম ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে গতকাল শুক্রবার রাতে ৫টি পণ্যবাহী ট্রাকে করে প্রায় দুই শতাধিক লোক শহর ছেড়ে চলে যাওয়ার সময় ফতুল্লা পুলিশ তাদের আটক করে। গত এক সপ্তাহে প্রায় দুই হাজার শ্রমিক আটক করা হয়।