1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

খুবিতে সংস্কার কাজে আড়াই কোটি টাকার চুক্তি সই

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৮ পাঠক

স্টাফ করেসপন্ডেন্ট:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শার্লি ইসলাম লাইব্রেরির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং খানজাহান আলী হলের সংস্কার কাজের দুটি চুক্তি সই হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চুক্তি দুটি চুক্তি সই হয়।

শার্লি ইসলাম লাইব্রেরির ১৮৭০০ বর্গমিটার আয়তনের দ্বিতীয় তলা নির্মাণ কাজের চুক্তি মূল্য ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৪৬৭ টাকা। অপরদিকে খানজাহান আলী হলের সংস্কার কাজের চুক্তি মূল্য ১ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৯৭৬ টাকা। এক বছরের মধ্যে এই নির্মাণ ও সংস্কারের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে সই করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং নির্মাতা প্রতিষ্ঠান এম রহমান অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে মু. মিজানুর রহমান। এ সময় প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD