আন্তর্জাতিক ডেস্ক:
পরমাণু বিষয়ে চূড়ান্ত সমঝোতায় উপনীত হতে ক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইরানের গোপন বৈঠক শুরু হয়েছে বলে কুয়েতের একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে। ‘আল জারিদ’ নামে ওই সাময়িকীর দাবি, ওমানে অনুষ্ঠিত ওই বৈঠকে দু’পক্ষই সহযোগিতামূলক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে তেহরান।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কাজে লাগাতেই এ ধরনের মিথ্যা প্রচারণা বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে কোনো আলোচনার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই তার ভুল স্বীকার করে নিতে হবে, ইরানবিরোধী নির্যাতনমূলক নিষেধাজ্ঞা ও একতরফা বেআইনি যুদ্ধ বন্ধ করতে হবে। তাহলেই কেবল পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে।