স্টাফ করেসপন্ডেন্ট:
রাজধানীর মগবাজার থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।
বুধবার দিনগত রাতে রমনা থানাধীন মগবাজার মোড়ের ভর্তা-ভাত রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মো. নুর আলম সরদার (৩০), এমদাদুল হক (৩২) ও জাকির হোসেন (৩০)।
ওয়ালিদ হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো আনা হয়েছিলো। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।