নিউজ ডেস্ক: সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানের বাড়িতে গুলি করেছে সন্ত্রাসীরা। শনিবার(৩ অক্টোবর) রাতে আশুলিয়ার বাইপাইলের গাজীরচট এলাকায় ভাইস চেয়ারম্যানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, গুলি ছোঁড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।