স্টাফ করেসপন্ডেন্ট:
করোনার কারণে দীর্ঘ সময় বাংলাদেশে-সৌদি রুটে বিমান চলাচল বন্ধ থাকার ফলে কয়েক লাখ সৌদি প্রবাসী আটকে পড়েছে বাংলাদেশে। এরই মধ্যে দুদেশ সিদ্ধান্ত নিয়েছেন সৌদি-বাংলাদেশ রুটে নতুন করে বিমান চালু করবে। ইতমধ্যে একাধিক ফ্লাইট ছেড়েও গেছে দেশটির উদ্দেশ্যে। এদিকে গত বৃহস্পতিবার থেকে সৌদি-বাংলাদেশ রুটে সপ্তাহে ২০টি করে ফ্লাইট চালু হয়েছে বলেও জানা গেছে।
এরই মধ্যে কয়েক হাজার সৌদি প্রবাসী ভিড় জমিয়েছেন রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে।
রবিবার (০৪ অক্টোবর) সকাল থেকেই ভিড় জমান তারা। টোকেনের জন্য প্রবাসীরা ধাক্কাধাক্কি করে সোনারগাঁ হোটেলের গেট দিয়ে কয়েক দফায় ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা ভিতরে ঢুকতে না পেরে সোনারগাঁ হোটেলের গেট ভাঙচুর করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে।
এদিকে, কয়েক হাজার প্রবাসীর চাপে কারওয়ান বাজার এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। এতে, অফিসগামী যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে।