1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 16, 2025, 9:02 pm

করোনায় আরও ২৭ জনের মৃত্যু

News desk | Dhaka24-
  • Publish | Monday, October 5, 2020,
  • 182 View

স্টাফ করেসপন্ডেন্ট:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে ৫ হাজার ৩৭৫ জন মারা গেলেন। এ ছাড়া নতুন করে ১ হাজার ৪৪২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ১০৯টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৬৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২০ লাখ ১ হাজার ৪৩১টি। এদে মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২৫ শর্তাংশ। যা মোট পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ। আর ১০ জন নারী রয়েছেন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শর্তাংশ।

এ দিকে করোনায় সুস্থ্ হয়েছেন ১ হাজার ৫২৬ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ। মৃতের সংখ্যা দিক থেকে আছে ২৯তম অবস্থানে। এ পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD