1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 16, 2025, 9:06 pm

সাভারে চাকরির প্রলোভনে ধর্ষণ; ইতালিফেরত প্রবাসী গ্রেফতার

News desk | Dhaka24-
  • Publish | Monday, October 5, 2020,
  • 144 View

সাভার প্রতিনিধি:
রাজধানী ঢাকার অদূরে সাভারে চাকরির প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ইতালিফেরত এক প্রবাসীর বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাদিকুর রহমান সেলিম (৫০)। তিনি করোনাকালীন ইতালি থেকে দেশে ফেরে আটকা পড়েছিলেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ওই প্রবাসীকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরআগে ওই ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নারী জানান, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তাকে বিয়েরও প্রস্তাব করেন। সেটা না মানায় এক পর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে নানাভাবে হয়রানি করতে থাকে। পরে নিরুপায় হয়ে গতকাল রবিবার রাতে জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে ফোন করেন তিনি। কলটি সাভার মডেল থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার তৎপর হয় থানা পুলিশ।

আসামির গ্রেফতার দাবিতে সকাল থেকেই তার বাসার সামনে অবস্থান নেন ভুক্তোভোগী ওই নারী। সেখানে সাদা কাগজে লিখে বিচার চান তিনি।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ওই নারীর সাথে প্রবাসীর সম্পর্ক স্থাপনের নানা আলামত পাওয়া গেছে। এমনকি তিনি ওই নারীকে সঙ্গে করে ইসলামী ব্যাংক সাভার শাখায় নিয়ে গেছেন। সেখানে তার নামে একটি হিসাব খুলে সেই নারীর হিসেবে নগদ সাড়ে চার লাখ টাকা জমা করে আবার উত্তোলন করেও নিয়ে গেছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিষয়টি স্পর্শকাতর। আসামিকে আদালতে চালান করা হয়েছে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD