রাসেল খান,
ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের চিঠি হাতে পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন হাবিব হাসান সে সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামিলীগের নেতাকর্মীরা।
এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনের ভেতরে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন হাবিব হাসান।এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ সভাপতি নাজিমউদ্দী, তুরাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি হালিম, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী কাক্কা, উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, তুরাগ থানা আওয়ামীলীগের অর্থ সম্পাদক নূর হোসেন, কফিল উদ্দিন, তুরাগ থানা কৃষকলীগের সাধারন সম্পাদক এস এম রিপন, পশ্চিম থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দিন আল সোহেল সহ ঢাকা ১৮ আসনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলে।
পরে বনানী কবরস্থানে সাবেক ঢাকা ১৮ আসনের প্রয়াত এমপি এ্যাডভোকেট সাহারা খাতুনের কবরস্থান জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।