1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

স্পেনের সঙ্গে পর্তুগালের ড্র

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১২৭ পাঠক

স্পোর্টস ডেস্ক:
গতরাতে লিসবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশুন্য ড্র করে পর্তুগাল। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

লিসবনের হোসে আলভালদে স্টেডিয়ামে ম্যাচের শুরুতে স্প্যানিশদের আধিপত্য ছিল চোখে পড়ার মত। ২২ বছর বয়সী মিডফিল্ডার দানি ওলমোর হাত ধরে স্পেন শুরুতে এগিয়ে যাবার সুযোগও পেয়েছিল। কিন্তু সে যাত্রা রক্ষা পায় স্বাগতিকরা। আসন্ন নেশন্স লিতকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত এই প্রীতি ম্যাচে শেষ পর্যন্ত কোন দলের ভাগ্যেই জয় জুটেনি।
স্প্যানিশ কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আমি মনে করি আমরা পর্তুগালের চেয়ে ভাল খেলেছি। ম্যাচে আমাদেরই আধিপত্য ছিল। যদিও বিরতির পর তাদের দুটি শট বারে লাগে এবং আরেকটি কেপা বাঁচিয়ে দেয়। কিন্তু আমরাও সুযোগ সৃষ্টি করেছিলাম।’

নেশন্স লিগ গ্রুপে উভয় দলই নিজ নিজ গ্রুপে শীর্ষে অবস্থান করছে। ক্রোয়েশিয়া ও সুইডেনকে হারিয়ে পর্তুগাল প্রথম দুই ম্যাচ থেকে শতভাগ পয়েন্ট তুলে নিয়েছে। অন্যদিকে ইউক্রেনকে বিধ্বস্ত করার পর জার্মানীর সাথে ড্র করায় স্পেনের সংগ্রহে আছে চার পয়েন্ট।আগামী শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। তিনদিন পর তাদের পরবর্তী প্রতিপক্ষ ইউক্রেন। রবিবার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলা করবে রোনালদোর দল। তিনদিন পর ঘরের মাঠে সুইডেনকে আতিথ্য দিবে।

লুইস এনরিকে মূল একাদশ নিয়ে অনেকটাই পরীক্ষা করেছেন। চেলসিতে ধুকতে থাকা গোলরক্ষক কেপা আরিজাবালাগার সাথে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ছিলেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী এরিক গার্সিয়া। মধ্যমাঠে প্রথমবারের মত খেলতে নেমেছিলেন সার্জিও ক্যানালেস। পর্তগালের হয়ে কাল মাঠ নেমেছিলেন সদ্য বার্সেলেনোয় যোগ দেয়া ২০ বছর বয়সী ফ্রান্সিসকো ট্রিনকাও। রোনালদো ও আন্দ্রে সিলভার সাথে আক্রমনভাগে তিনি ছিলেন। প্রথম ২৫ মিনিট স্পেন দুর্দান্ত খেললেও কোন সুযোগ কাজে লাগাতে পারেননি। খুব কাছে থেকে গোল মিস করেছেন জেরার্ড মোরেনো। ওলমোর ভলি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে পর্তুগাল গোলের অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। রোনালদোর বাম পায়ের জোড়ালো শট ক্রসবারে লেগে ফেরত আসে। এরপর তার কার্ভিং পাসে রেনাটোর শট আবারো বারে লাগলে হতাশ হতে হয় স্বাগতিকদের। ইনজুরি টাইমে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন ফেলিক্স।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD