1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ভূমি সেবায় ই-নামজারি ভূমিকা শীর্ষক ক্যাম্পেইন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৩৭ পাঠক

নিজস্ব প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় ভূমি সেবা সহজতর করতে ই-নামজারির ভূমিকা শীর্ষক ক্যাম্পেইন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ ক্যাম্পেইন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।

ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নূরল আমিন।

এ সময় ঘরে বসে অনলাইনে কিভাবে ভূমির ই-নামজারি করতে হয় তা নিয়ে আলোচনা করা হয়। এবং অনুষ্ঠান শেষে উপজেলার ২২ জন ভূমিহীন
পরিবারকে ১ একর ৬০ শতাংশ বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত হস্তান্তর করেন জেলা প্রশাসক আবু জাফর।

ওই ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও ঈমামসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD