রাসেল খান,
বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা মহানগর উত্তরে সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানকে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে তুরাগ থানা কৃষকলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেল চার টায় দিকে সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মাঠে তুরাগ থানা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠানে এ ফুলের তৈরি নৌকা উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি মাকসুদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষকলীগের সাধারন সম্পাদক হালিম খান, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন তুরাগ থানা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম, সাধারন সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস ছালাম, শামছুল হক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ শতাধীক নেতাকর্মীবৃন্দ।