1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

​ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় আহত ৫

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৩৮ পাঠক

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী’র বেগমগঞ্জসহ সারা দেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ ও ছাত্রলীগ।

হামলায় আহত হয়েছেন ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা সংসদের সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দফতর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।

প্রতিবাদ কর্মসূচিতে থাকা মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আয়শা আক্তার নওমী জানান, সকাল ১১টার দিকে ধর্ষণবিরোধী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের জন্য আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিই। দুপুর ১২টার দিকে ছাত্রলীগ দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শুভিনয় রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিলাম, এ সময় এই হামলা চালানো হয়।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।

জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিত রায় জানান, এমন কিছু ঘটেছে বলে জানা নেই। কিছু ঘটলে অবশ্যই জানতাম।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD