লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের ৫ দিন পর শহিদুল ইসলাম (২১) নামে মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার গড্ডিমারী তালেব মোড়ের দক্ষিণে তিস্তা নদীর সতিরঘাট চর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শহিদুল ইসলাম উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আব্দুস ছাত্তারের পুত্র ও লালমনিরহাট সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। সে কিডনি রোগে আক্রান্ত হওয়ায় মানসিক ভারসাম্যহীন ছিলো।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, গত ৬ অক্টোবর নিখোঁজ হয় মানসিক ভারসাম্যহীন শহিদুল। শনিবার বিকেলে গড্ডিমারী তালেব মোড়ের দক্ষিণে স্থানীয়রা তিস্তা নদীর সতির ঘাট চরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ পরিচয় সনাক্তসহ লাশ উদ্ধার করেছে। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।