স্টাফ করেসপন্ডেন্ট:
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে কিশোর গ্যাং চক্রের গণধর্ষণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার (১১ অক্টোবর) সকালে পল্লবীর কালশী কবরস্থান এলাকায় একটি মেস থেকে তাদের গ্রেফথার করা হয়। গ্রেফতারকৃতরা হল- আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয়।
এ ঘটনাটি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানা পুলিশ জানায়, ওই কিশোরী দুইদিন আগে বাড়ি থেকে ঢাকায় বাবার কাছে বেড়াতে এসেছিল। রাতে বাবার সঙ্গে রাগ করে বাসার বাইরে যান। এক পর্যায়ে আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয় নামে চারজন যুবক ওই কিশোরীকে ফুসলিয়ে কালশী কবরস্থান এলাকায় একটি মেসবাড়িতে নিয়ে যায়। সেখানে সে ধর্ষণের শিকার হয়।
এক পর্যায়ে সকাল ৭ টার দিকে ভুক্তভোগী কিশোরীটি নিজেই পল্লবী থানায় এসে বিষয়টি জানালে পুলিশ দ্রুত অভিযানে নেমে ওই চারজনকে আটক করে। পরে ঘটনায় মামলা হলে ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।