1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দ চেয়ে আইনি নোটিশ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১৫৪ পাঠক

স্টাফ করেসপন্ডেন্ট:
ট্রেনে নারীরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন, সেজন্য তাদের জন্য আলাদা কামরা বরাদ্দের বাস্তবায়ন চেয়ে রেলপথ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট চারজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জনস্বার্থে ডাক ও রেজিস্ট্রার যোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন। আইনজীবী নিজেই ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেল মন্ত্রণালয় ছাড়া নোটিশের অন্য বিবাদীরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শক।

নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ রেলওয়ে আইন, ১৮৯০’ এর ৬৪ ধারায় নারীদের জন্য একটি কামরা বরাদ্দ রাখার বিধান থাকলেও এখন পর্যন্ত আইনটি বাস্তবায়ন হয়নি। এজন্য লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

আইনজীবী আজমল হোসেন খোকন জানান, প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক একটি কামরার কথা বলা থাকলেও সেটি কোনো ট্রেনে বাস্তবায়ন না হওয়ায় এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় বিষয়টির প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও জানান আইনজীবী।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD