আন্তর্জাতিক ডেস্ক:
তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের এক নৌকাডুবির ঘটনায় সপ্তাহান্তে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আগে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে সেখানে নৌকাডুবির ঘটনায় রবিবার জীবিতাবস্থায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির একটি আদালত এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।
আদালতের মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকাডুবির ঘটনায় এখনও চার বা পাঁচজন নিখোঁজ রয়েছেন। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।