ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানকে বিপুল ভোটে বিজয়ী করার আশ্বাস প্রধান করে মতবিনিময় করেন নওয়াব আলী মাষ্টার।
বুধবার সন্ধায় রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টর খেলার মাঠে প্রায় দুই হাজারেরও বেশি সেক্টরবাসীকে নিয়ে বিশাল এক মতবিনিময় সভার আয়োজন করেন নওয়াব আলী মাষ্টার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানাধীন ৪টি সেক্টরে বসবাসরত ব্যাক্তিবর্গ ও আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। উত্তরা ১৩ নং এর মাঠে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উত্তরা ওয়েল ফেয়ার এসোসিয়েশন, ১২,১৩,১৪,ও ১১ নং সেক্টর কল্যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পদক।
এসময় কল্যান সমিতির সাবেক ও বর্তমান কমিটির সিনিয়র নেতারা হাবিব হাসানকে বিজয়ী করতে উত্তরার সাধারণ ভোটাররা একযোগে মাঠে থাকবেন বলে উপস্থিত সবাই সম্মতি জ্ঞাপন করেন।
এর আগে বুধবার সকাল ১১ টায় উত্তরা শিক্ষক সমিতির সভাপতি শেখ আহমদ এর সভাপত্তিত্বে বৃহত্তর উত্তরা শিক্ষক সমিতির ব্যানারে আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ স্কুলে এক মত বিনিময় সভায় প্রধান আকর্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাবিব হাসান।
মতবিনিময় সভায় এ অঞ্চলের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক সহ সর্বস্তরের শিক্ষক প্রতিনিধিরা এতে অংশ নেন। অনুষ্ঠানের বক্ত্যারা শিক্ষা ও শিক্ষক বান্ধব নেতা হাবিব হাসানকে বিজয়ী করতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।