ৎরাজধানীর হাজারীবাগে অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে হাজারীবাগ এলাকার কোম্পানি ঘাট বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসীর সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রেখেছে।
কামরাঙ্গীচর থানার ওসি মোস্তাফিজুর রহমান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি জব্দ করেছে। তবে শিশুটির নাম ঠিকানা এখনও জানা যায়নি।