ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ফেনীতে লংমার্চে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে মানববন্ধন হয়েছে।
রবিরার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী।
বক্তব্য রাখেন বাসদের জেলা কমিটির সদস্য আবু নাঈম খান বিপ্লব, সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপুসহ নেতৃবৃন্দ।
মনববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে দর্শন ও বিচারহীনতার বিরুদ্ধে নোয়াখালীতে লংমার্চে হামলাকারী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।