করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে আইসোলেশনে আছেন তিনি। বাসা থেকেই চিকিৎসা নিচ্চেন। এক টুইটবার্তায় এ খবর নিজেই জানিয়েছেন সানিয়া।
সানিয়া টুইটারে লেখেন– আমি করোনার মৃদু উপসর্গে ভুগছি। আমার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। সেই সঙ্গে বাসায় থেকেই দায়িত্ব পালন করে যাচ্ছি।
সানিয়া দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সহযোগীর দায়িত্ব পালন করে আসছেন। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ার আগে ও পরে ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।