1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাবে স্বেচ্ছাসেবক লীগ

স্টাফ করেসপন্ডেন্ট:
  • প্রকাশ | মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১৪২ পাঠক

দেশের মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দেশ্য বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, ‘সেবার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া এই সংগঠন। এক ঝাঁক সাবেক ছাত্রলীগের নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ সবসময় মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছে, সেটা প্রমাণিত হয়েছে।’

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি ২৩ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্মল রঞ্জন গুহ বলেন, সাবেক ছাত্রলীগের নেতাদের নিয়ে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ও সাবেক ছাত্র নেতাদের নিয়েই কমিটি গঠন করা হবে। তাই অনুপ্রবেশকারী থাকার কোনও সুযোগ নেই।’

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘সেবা শান্তি প্রগতির সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেবার ব্রত নিয়ে এ সংগঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনার মধ্যে নেতাকর্মীরা ঘরে বসে ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় ১০ লাখ মানুষকে সাহায্য সহযোগিতা করেছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যে কোনও দুর্যোগ মোকাবেলায় সব সময় দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতেও থাকবে।’

পূর্ণাঙ্গ কমিটির প্রসঙ্গে তিনি বলেন, ‘যাচাই-বাছাই করে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তারপরেও যদি কারও নামে কোনও অভিযোগ থাকে সেটা যাচাই-বাছাই করে দেখা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মেজবাউল হক সাচ্চু, কাজী শহীদুল্লাহ লিটন, দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলিম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী মোয়াজ্জেম হোসেন, কৃষিবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আ ফ ম মাহবুবুল হাসান, আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান মোল্লা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুলসহ নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD