ঝালকাঠিতে শহীদ মিনার ভাঙচুর, যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঝালকাঠিতে শহীদ মিনার ভাঙচুরের মামলায় ফাতেমা শরীফ নামের জেলা যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ঝালকাঠি সুগন্ধ্যা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আইনে সম্প্রতি একটি মামলা দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক রীতা মন্ডল। মামলাটি আদালতের নির্দেশে থানা পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করলে ফতেমা শরীফসহ অভিযুক্তরা আত্মগোপনে যান। পরে খবর পেয়ে পৌরসভা খেয়াঘাট এলাকার নিজ বাসা থেকে বুধবার বিকেল ফাতেমা শরীফকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার প্রধান আসামি বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানা গেছে।