প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮১৮ জনে। এছাড়া একই সময়ের মধ্যে নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ২৫১ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন নারী। এরমধ্যে ১৪ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন।