ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে নৌকার বিশাল এক শোডাউন করেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
শুক্রবার জুম্মার নামাজের পর বিশাল এক শোডাউনে হাজারো নেতাকর্মীরা উপস্থিতিতে এক জনসমুদ্রের সৃষ্টি হয়।
উক্ত শোডাউনটি ১১ নাম্বার সেক্টর সোনারগাঁ জনপথ হয়ে ১৩ নম্বর সেক্টরে প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে উত্তরা ফ্রেন্ডস ক্লাবে এসে শেষ হয়।
এসময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
শোডাউনে বিভিন্ন ব্যবসায়ী পথচারি এবং এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। এছাড়া সকাল ১০ টায় উত্তরার আব্দুল্লাহপুর আইচি মেডিকেল এলাকায় প্রচারনা এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশকে মডেল রাষ্ট্রে পরিনত করেছে। বিদ্যুতের আলো জ্বালিয়ে শতভাগ গ্রামের অন্ধকার ঘুঁচিয়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও বুক্ত করন সহ নতুন ভবন নির্মান করেছেন, শ্রেণিকক্ষ বৃদ্ধিসহ মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে। আমি আশা করি আপনাদের সহযোগিতা পেয়ে যদি বিজয়ী হই তাহলে আধুনিক সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেয়া হবে আপনাদের মাঝে । এজন্য তিনি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান সকলকে।
শোডাউনে উপস্থিত ছিলেন- মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, বাংলাদেশ যুুবলীগের সাধারন সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, সেলিম খান, উত্তরা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহাম্মেদ, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনোয়ারুল ইসলাম রবিন সাধারণ সম্পাদক সাঈদ আহাম্মেদ সিদ্দিকী কাক্কা, উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সভাপতি কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক মতিউল হক, সেচ্ছাসেবকলীগ উত্তরের সাধারণ সম্পাদক নাঈম, তুরাগ থানা আওয়ামীলীগের নেতা কফিলউদ্দিন, তুরাগ থানা কৃষকলীগের সাধারন সম্পাদক এস এম রিপন, রাসেল মন্ডল, তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম, ৫২ নং ওয়ার্ড যুবলীগ নেতা সোহেল মিয়া প্রমুখ।