খুলনার মহানগরীর খালিশপুর বাংলার মোড় এলাকায় গৃহবধূর পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাব্বি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নতুন রাস্তা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সোমবার রাতে ওই গৃহবধূ মতি নামের এক ব্যবসায়ীর কাছে পাওনা টাকা আনতে বাসা থেকে বের হয়। এ সময় বাঁশপট্টির সামনে গেলে মহেন্দ্রতে থাকা ৩-৪ জন যুবক গাড়ি থেকে নেমে গৃহবধূর পথ আটকে রাখে। পরে ওই গৃহবধূকে জোর করে বাঁশপট্টির ভেতরে নিয়ে যায়। সেখানে রাব্বি নামে এক যুবক তাকে ধর্ষণ করে বলে ওই গৃহবধূ অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূর মা রাব্বিকে প্রধান আসামি করে তিন যুবকের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। প্রধান আসামি অভিযুক্ত রাব্বিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।