1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

১৮ আসনের উপ-নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা মধ্যে চলছে ভোট গ্রহণ

আদনান সানী
  • প্রকাশ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২২৯ পাঠক

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা মধ্যে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে ঢাকা-১৮ আসনের ২১৭টি কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বিজিবির টহল টিম নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে সার্বক্ষণিক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উত্তরা ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের সামনে রয়েছে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা। কেন্দ্রের গেটে ও ভেতরে পুলিশ সদস্যদের অবস্থানরত দেখা গেছে। মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভোটারদের। শুধু মাত্র ভোটার হলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কেন্দ্রে ঢুকতে দিচ্ছে। পুলিশের পাশাপাশি ঢাকা-১৮ আসনের উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, আশকোনাসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। সকাল ১০টার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। তিনি বলেন, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কেন্দ্রে ভোটার উপস্থিতিও ভালো দেখেছি। সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে ঘুরেছি। গ্রামাঞ্চলে ভোটারের উপস্থিতি বেশি। শহরাঞ্চলে মানুষ এখনো আসেনি। শহরে সাধারণত ভোটাররা একটু দেরিতে আসেন। উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশা করছি, শেষ পর্যন্ত সবকয়টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে। তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি বাইরে পুরো নির্বাচনী এলাকায় পুলিশের টহল টিম কাজ করছে। ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত এ আসনের নিবন্ধিত ভোটার মোট পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন ও নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন। উল্লেখ্য, গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD