আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে নরসিংদীর মাধবদীতে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকালে মাধবদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মেন্ডাতলা এলাকায় এ মতবিনিময় সভায় কর্মী সমর্থকেদের জোয়ার উঠে। নরসিংদীর জেলা আওয়ামী লীগের ঐক্য দেখে মাধবদীর নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছে। আসছে পৌর নির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের সহযোগী অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা এক সাড়িতে বসে এ মতবিনিময় সভা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক মাধবদী পৌরসভা প্রশাসক আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব সফিউদ্দীন আহমেদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক ও মাধবদী পৌরসভার সাবেক কমিশনার জননেতা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, মাধবদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, মাধবদী শহর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ।
আয়োজিত এ সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন,নরসিংদী সদর উপজেলা তাতীলীগের আহ্বায়ক শাহিনুর মিয়া,মাধবদী থানা জাতীয় শ্রমীকলীগের আহ্বায়ক আনিছুর রহমান সোহেল, মাধবদী থানা কৃষকলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সদস্য সচিব সুখ রঞ্জন মল্লিক, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন,মাধবদী শহর কৃষকলীগের আহ্বায়ক মাইনউদ্দিন,নরসিংদী সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, নরসিংদী সদর উপজেলা তাতীলীগের যুগ্ন-আহ্বায়ক জাকির হোসেন,মাধবদী শহর তাঁতীলীগের আহ্বায়ক শামস সুমন, মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি আলিফ আহমেদ, মাধবদী শহর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক বিচিত্র কুমার দাস, মাধবদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, মাধবদী শহর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রিদওয়ান সরকার রাতুল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভূইয়া সহ আরও অনেকে।