1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ইসিবি চত্বরে ট্রাক খাদে পড়ে ড্রাইভার ও হেলপারসহ আহত তিন

রাসেল খান,
  • প্রকাশ | শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬১ পাঠক

রাজধানীর মাটিকাটা এলাকার ইসিবি চত্বরে একটি ট্রাক খাদে পড়ে ড্রাইভার ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আহত ট্রাক চালকের নাম মো. সুমন (৩২)। তার বাড়ি চাদপুর জেলার হাজীগঞ্জ থানার শ্রীপুরে। হেলপার কাদিরের (২১) বাড়ি একই উপজেলার রাজার গাঁও গ্রামে। অপর এক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

মো. সফিকুল ইসলাম আরো জানান, চাঁদপুর থেকে একটি ট্রাক বাড়ির মালামাল নিয়ে মিরপুরের কালশি যাওয়ার পথে মাটিকাটা ইসিবি চত্বরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ড্রাইভার ও হেলপার সহ ৩ জন আটকা পড়ে। পরে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি চৌকস দল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধার করে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD