স্টাফ করেসপন্ডেন্ট-
সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকআপের ধাক্কায় সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার স্টাফ রিপোর্টার মহিদুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। ৬ ডিসেম্বর, রোববার রাত ৮টার দিকে পাটকেলঘাটার বাইগুনি নামকস্থানে এঘটনা ঘটে। পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত সংবাদকর্মী মহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোলের মাজেদ বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজী ওয়াহিদ জানান, নিহত সাংবাদিক মহিদুল ইসলাম পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বাইগুনি নামকস্থানে আসলে খুলনাগামী মাছবাহী পিকআপ তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপরেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতল পাঠানো হয়েছে। এঘটনায় ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।