চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক ব্যবসায়ীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তারা হলেন, মাদক ব্যবসায়ী আনসারুল ইসলাম (৩০) ও তার মাইক্রোবাস চালক মো. আনোয়ার হোসেন কালু ড্রাইভার (৪০)।
তাদের কাছ থেকে আনুমানিক আট লাখ টাকা মূল্যের ৭৯১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
শুক্রবার (২৫ ডিসেম্বর) জব্দ হওয়া মালামালসহ তাদেরকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী আনসারুল ইসলাম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহের পর বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন।