1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে পৌর মেয়র নির্বাচিত আওয়ামী লীগের রমজান

স্টাফ করেসপন্ডেন্ট:
  • প্রকাশ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৬৭ পাঠক

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৯ হাজার ২৫১ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের মো. রমজান আলী মেয়র নির্বাচিত হয়েছেন।নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩১ হাজার ৫৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৩৪ ভোট।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডে নূরুল ইসলাম কুন্ঠা, ৩নং ওয়ার্ডে তছলিম হৃদয়, ৪নং ওয়ার্ডে আরশেদ আলী বিশ্বাস, ৫নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক রাজা, ৬নং ওয়ার্ডে শায়েক শিবলী, ৭নং ওয়ার্ডে মো. কবির হোসেন, ৮নং ওয়ার্ডে আবু মো. নাহিদ ও ৯নং ওয়ার্ডে উজ্জ্বল হোসেন নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে নাজমা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা ও ৭, ৮, ৯নং ওয়ার্ডে জেসমিন আক্তার নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগণনা শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে সন্ধ্যার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে গড়ে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে।

দুপুরে বিএনপির প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে ভোট কারচুপি ও পোলিং এজেন্টদের ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়ার লিখিত অভিযোগ করেন। বিকেলে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পুনঃভোটের দাবি জানান।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD