চুয়াডাঙ্গার দর্শনা থানার বড়বলদিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে একজন খুন হয়েছেন।
নিহত শফিকুল ইসলাম (৩৫) একই গ্রামের মাঝের পাড়ার শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, কামাল বাঙালের জামাতা বুইচিতলা গ্রামের সুলতান আলী শ্বশুর বাড়িতে থাকে। সে শ্বশুর বাড়িতে ঘর তৈরী করছে। এ নিয়ে প্রতিবেশি শফিকুল ইসলামের সঙ্গে শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে তার ঝগড়া হয়। এ সময় সুলতান বাঁশের লাঠি দিয়ে শফিকুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।