শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। নিজের সব আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন। কয়েক দিন পরপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। সম্প্রতি জ্যাকুলিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি চমকপ্রদ ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে ব্যালেরিনা পোশাকে দেখা গেছে। এসব ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে। সবারই একটাই প্রশ্ন। এই পোশাকে তাকে হঠাতই দেখা গেল কেন?
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শি রক্স লাইফ’ নামে একটি প্রজেক্ট আসছে। সম্ভবত সেই প্রজেক্টেরই এক ঝলক দেখালেন জ্যাকুলিন।
২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর অনেকটা সময় কেটে গেছে। এই সময়ে তিনি উপহার দিয়েছেন বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য- মার্ডার টু, হাউজফুল টু ও যোদ্ধা টু। তার আসন্ন সিনেমা-ভুত পুলিশ।
সূত্র : রিপাবলিকওয়ার্ল্ড