রাজধানীর কদমতলীতে অনুমোদনহীন ও নিম্নমানের নকল বৈদ্যুতিক তারের চারটি কারখানায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রবিবার মধ্যরাত পর্যন্ত চলা অভিযানে রাজধানীর কদমতলী এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক তার, উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করায় উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।’
সারওয়ার আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিল।’