স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনমান পরিবর্তনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রোটারি ইন্টারন্যাশনাল ঢাকা মিডটাউনের আয়োজনে উপজেলার ডাকবাংলোতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
রোটারিয়ান সাবির আখন্দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, আর আই জেলা ৩২৮১ বাংলাদেশের জেলা গভর্নর রোটারিয়ান রুবাইত হোসেন, রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের রোটারিয়ান ফারহান জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ প্রমুখ।