জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্মনিবন্ধন সনদ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক পোশাকশ্রমিক। সোমবার (১৮ জানুয়ারি) রাতে অভিযুক্ত নাজমুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজমুল হক বাবু উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার এসআই আবু শরিফ জানান, করোনা মহামারির কারণে লকডাউনের সময় ধর্ষণের শিকার ওই নারী চাকরি হারান। দীর্ঘদিন বাড়িতে বেকার থাকার পর তিনি সম্প্রতি ঢাকায় অন্য একটি পোশাক কারখানায় চাকরির চেষ্টা করেন। এতে তার জন্মনিবন্ধনের প্রয়োজন পড়ে। তিনি জন্মনিবন্ধন সনদ নিতে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবু তাকে ১৪ তারিখে জন্মনিবন্ধন দেয়ার কথা বলে পরিষদে আসতে বলেন। নির্ধারিত তারিখে ওই পোশাকশ্রমিক জন্মনিবন্ধন পত্র নিতে এলে পরিষদের অফিস কক্ষে অন্য ব্যক্তির সহায়তায় তাকে ধর্ষণ করেন নাজমুল হক বাবু।
ওসি শফিকুল ইসলাম জানান, দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই পোশাকশ্রমিক। মামলার প্রধান আসামি নাজমুল হক বাবুকে মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণে সহায়তা করা অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।