আজমেরী গ্লোরী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটির চালক তসিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পদ্মাওয়েল গেটের সামনে সোমবার (১৮ জানুয়ারি) সকালের ওই দুর্ঘটনায় নিহত হন আকাশ ইকবাল (২৬) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২২)।
গ্রেপ্তার হওয়া বাসচালক তসিকুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেরপুরে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত দম্পতিকে চাপা দেয়ার কথা স্বীকারও করেছেন। দুর্ঘটনার পর থেকে গাজীপুরে পালিয়ে ছিলেন তসিকুল। সেখান থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসেন সিআইডির বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর।
সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জিসান জানান, বিমানবন্দরে সড়ক দুর্ঘটনার ঘটনায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রাজধানীসহ পাশের এলাকাগুলোতে অভিযান চালিয়ে অবশেষে গাজীপুরের মৌচাক থেকে বাসচালককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার বিষয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় বিমানবন্দর থানায় হওয়া মামলায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গুলশানের হোটেল লেক ক্যাসেলে কর্মরত আকাশ-মিতু দম্পতি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় থাকতেন। মোটরসাইকেলে অফিসে যাওয়ার পথে বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা। তাদের চার বছরের একটি শিশুসন্তান রয়েছে।