টাঙ্গাইলের মির্জাপুরে নিজের বোনকে খুন করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের কাছে ধরা দিলেন ভাই।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তর পেকুয়া এলাকার শাহজান মিয়ের ছেলে শহীদুল ইসলামকে (২৮) তার বোন সুলতানাকে (৩০) শ্বাসরোধ করে হত্যা করে বলে জানায়।
বুধবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায় টাঙ্গাইলের মির্জাপুরে থানা এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার সাত্তার বলেন, আজ বেলা সাড়ে ৩ টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’এ একজন কলার টাঙ্গাইলের মির্জাপুরের উত্তর পেকুয়া থেকে ফোন করে জানান তিনি তার বোনকে খুন করেছেন। তিনি আরও জানান জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া ঝাটির এক পর্যায়ে তিনি তার বোন সুলতানাকে (৩০) মেরে ফেলেছেন।
৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে মির্জাপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে মির্জাপুর থানাধীন বাইশতল পুলিশ ফাঁড়ির একটি দল ও মির্জাপুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
তিনি আরও বলেন, পরে বাইশতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম ও এএসআই সেলিম রেজা ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে অভিযুক্ত কলার শহীদুল ইসলামকে (২৮) আটক করেন। মরদেহের সুরতহাল শেষে মরদেহ জন্য মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত কলার পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে চাচ্ছিলেন কিন্তু তার বোন সুলতানা তাকে বিক্রি করতে নিষেধ করে। এ নিয়ে ঝগড়ার সূত্রপাত এবং এক পর্যায়ে কলার শহীদুল তার বোন সুলতানাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।