যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাচঁবে জীবন বাচঁবে প্রাণ” প্রতিপাদ্যকে ধারণ করে বাউনিয়া বটতলা সেচ্ছায় রক্তদান নামক একমাত্র সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) রাত ৮ টার দিকে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনটির সদস্যবৃন্দ।
সংগঠনের সাধারন সম্পাদক রবিউল আলম দোলনের সঞ্চালনায় তুরাগ থানা কৃষকলীগের সভাপতি ও বাউনিয়া বটতলা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউনিয়া সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন মাস্টার ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ‘রক্ত দেওয়া বড় একটি কঠিন ও মহৎ কাজ, যা বাউনিয়া বটতলা সেচ্ছায় রক্তদান নামক সংগঠন করে যাচ্ছে। রক্ত দেয়ার সাহসই প্রকৃত সাহস, যারা রক্ত দেয় তারাই প্রকৃত বীর। যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায় তারাই জীবনে সফল হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি আব্দুল হাকিম, তুরাগ থানার কৃষকলীগের যুগ্মসাধারণ সম্পাদক শামসুল হক, আব্দুল হাকিম, পাখি, জুলহাস, বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মান্নান দেওয়ান। সাইদুর রহমান শাহিন সহ বাউনিয়া বটতলা স্বেচ্ছায় রক্তদান সংঘঠনের ১২০ জন সদস্য।