1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

গ্যাসের লাইন লিকেজ থেকে উত্তরার পৃথক তিনটি স্থানে আগুন, জনমনে আতঙ্ক

রাসেল খান,
  • প্রকাশ | সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১৪১ পাঠক

গ্যাসের লাইন লিকেজ থেকে রাজধানীর উত্তরায় একই দিনে পৃথক তিন স্থানে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপনে কাজ করেন। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান উত্তরা ফায়ার সার্ভিস।

রোববার উত্তরা পশ্চিম থানাধীন তিনটি সেক্টরে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ২টা ৪৮ মিনিটের সময় উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর ১৪ নম্বর রোডে তিতাস গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে রাস্তার উপর প্রথমে অগ্নিকান্ড ঘটে।

বিকেল সাড়ে ৫ টার দিকে ১২ নম্বর সেক্টর শাহমুখদুম এভিনিউ রোডের ৮৭ নম্বর বাড়ির সামনে রাস্তায় গ্যাস গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকান্ড ঘটে।

এছাড়া আজ রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টর ১৬ নম্বর রোডের ১ নম্বর বাড়ির সামনের রাস্তায় আগুন লাগার ঘটনা ঘটে । খবর পাওয়ার সাথে সাথে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

পরে স্থানীয় থানা পুলিশ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহন করে।

এবিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাসের উত্তরা জোনাল অফিসের দায়িত্বরত জরুরী বিভাগের সিনিয়র টেকনিশিয়ান মো: জামাল হোসেন আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরা মডেল টাউনের ৭,১১ ও ১২ নম্বর সেক্টরে পৃথক তিনটি স্থানে রাস্তার পাশে ড্রেনে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ, সিগারেটের আগুন থেকে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

এবিষয়ে জানতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো: আকতারুজ্জামান ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৃথক তিনটি স্থানে গ্যাসের লাইনে থেকে অগ্নিকান্ডের ঘটলেও কেউ হতাহত হয়নি। ঘটনার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ লিকেজ লাইন সংস্কার ও মেরামত করেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD