রুক্মিণী মৈত্রকে বাংলার মানুষ টলিউডের সুপারস্টার দেবের গার্লফ্রেন্ড হিসেবেই চেনেন। এটা এখন ওপেন সিক্রেট। দেবের হাত ধরেই মডেলিং থেকে সিনেমায় এসেছিলেন রুক্মিণী। গোটা ছয়েক বাংলা সিনেমাতেও কাজ করেছেন। আর এবার ডাক এসেছে মুম্বাইয়ে হিন্দি সিনেমার জন্য। সম্প্রতি বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল নিজে এই কথা ঘোষণা করেছেন। সিনেমার নাম ‘সনক: হোপ আন্ডার সিজ’। বিদ্যুৎ যখন রয়েছেন, তখন এই সিনেমায় যে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। সিনেমাটির পরিচালনায় রয়েছেন কণিষ্ক শর্মা এবং প্রযোজনায় বিপুল শাহ।
রুক্মিণী মৈত্র বলছেন, “সকলের আশীর্বাদ চাই। ভীষণ নার্ভাস লাগছে। প্রত্যেকটি সিনেমায় কাজ করার আগে আমার এমন অনুভূতি হয়। বাংলায় বেশ কয়েকটি সিনেমা করার পরও নতুন ছবির ক্ষেত্রে প্রথমদিন সেই একই নার্ভাসনেস কাজ করে আমার মধ্যে। কারণ, দিনের শেষে দর্শকরা তো আমার অভিনয় দক্ষতাটা দেখেই আমায় বিচার করবে, তাই না! আশা করি, হিন্দিতেও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারব।”
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রুক্মিণী। তবে অভিনয়ের প্রতি ভালবাসা দেবের হাত ধরেই। প্রথমবার ‘চ্যাম্প’ সিনেমায় দেবের সঙ্গে জুটি বেঁধেই পর্দায় অভিষেক হয়। টলিউড ইন্ডাস্ট্রিতে ছ’টা ছবি করে ফেলেছেন ইতিমধ্যেই। প্রত্যেকটিতেই চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। এবার হিন্দিতে!
জানা গেছে, ‘সনক’ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা। যার সঙ্গে গল্পে প্রেম-রোমান্স-আবেগের মতো উপকরণও থাকছে। বিপুল-বিদ্যুতের জুটি শুনে অনেকেই হয়তো ভেবেছিলেন যে, এই সিনেমা ‘কম্যান্ডো’র সিক্যুয়েল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নির্মাতারা। তাদের কথায়, ‘সনক’ একেবারে নতুন গল্প। চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং। বেশকিছু বিলাসবহুল লোকেশনকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। বাজেটও ভাল। রুক্মিণীর পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে আরেক বাঙালি অভিনেতাকেও, তিনি চন্দন রায় সান্যাল।