রাজধানীর গুলশান থানাধীন বারিধারা-নদ্দা এলাকায় বেপরোয়া গতির বাসচাপায় গোপাল সূত্রধর (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর ছিলেন। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ব্রেকিংনিউজকে জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি নদ্দা এলাকায় একটি বাস ওই মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী নিহত হন। নিহত গোপাল সূত্রধর ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর বলে আমরা জানতে পেরেছি।
এর বেশি তথ্য এখন আমাদের কাছে নেই। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলেন জানান তিনি