ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ১শ’ পুরুষ ও ২০ জন নারীর শরীরে টিকা প্রয়োগ করা হয়। ভ্যাকসিনের বুথ থেকে এ তথ্য জানা যায়। যারা টিকা নিয়েছেন তারা সবাই ঢাকা মেডিকেলের চিকিৎসক, নার্স ও কর্মচারী। পুরুষদের ১ম বুথে ৫৫ জন ও ২য় বুথে ৪৫ জন টিকা নিয়েছেন। আর নারীদের দুটি বুথ মিলে টিকা নিয়েছেন ২০ জন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, টিকা দেওয়ার পর সবাইকেই আধাঘণ্টা আমাদের পোস্ট ভ্যাকসিনেশন জোনে রাখা হয়। এরপর তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত ১২০ জনের মধ্যে কেউ অসুস্থ বা কোনো অস্বস্তি বোধ করেনি। স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশেই আমাদের টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে।