করোনা টিকাদান কর্মসূচী থেকে ফেরার পথে তুষার ঝড়ের কবলে পড়ে ওরেগন স্বাস্থ্যকর্মীরা। বেশ কয়েকটি ডোজের মেয়াদ শেষ হওয়ার আগেই আটকে পড়া গাড়ি গুলোতে গিয়ে ড্রাইভারদের টিকা দেয়ার কাজ চালিয়ে যান তারা।
স্বাস্থ্য সংস্থা ‘জোসেফাইন কাউন্টি হেলথ’ ফেসবুকে এক বিবৃতিতে বলে, টিকা দেয়ার সময় প্রায় ২০ জন স্বাস্থ্যকর্মী রাস্তা আটকে তাদের টিকাদান কর্মসূচী চালিয়ে যান। পরে আবার রাস্তা খুলে দেয়া হয়। তিনি আরও বলেন, ছয়টি ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল তাই কর্মীরা তাদের আটকা পড়া চালকদের এগুলি দেওয়ার সিদ্ধান্ত নেন।
স্বাস্থ্য কর্মীরা ভ্যাকসিন গুলি নষ্ট করতে চান না, তাই তারা বিভিন্ন যানবাহনে সাধারণ লোকদের ভ্যাকসিন গ্রহণের সুযোগ দিয়েছিলেন। শুধু তাই না তাদের সুরক্ষার জন্য একটি কাউন্টি অ্যাম্বুলেন্স ছিল।
জোসেফাইন কাউন্টি জনস্বাস্থ্যের পরিচালক মাইক ওয়েবার বলেন, এটি সঠিক সিদ্ধান্ত ছিল, এবং এ কর্মসূচির অংশ হিসেবে থাকতে পেরে আমিও গর্বিত।