রাজধানীতে সুবিধাবঞ্চিতদের মাঝে নতুন বই বিতরণ করেছে হিউম্যান ওয়েলবিং ফাউন্ডেশন অব বাংলাদেশ। শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর রামপুরা পাঠশালা স্বপ্নযাত্রা স্কুলের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বই উৎসবটি পরিচালনা করেন হিউম্যান ওয়েলবিং ফাউন্ডেশন অব বাংলাদেশে’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়ারেস আলি। এ সময় শিশুরা নতুন বই পেয়ে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়।
ফাউন্ডেশনের সহ-সভাপতি লুৎফা বেগমের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালযয়ের যুগ্ন সচিব এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আল বিরুনী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শিক্ষিকা মোসাম্মৎ রুওশনারা পারভীন, বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশনের জান্নাতুল ফেরদৌসী, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মমতাজউদ্দীন আকাশ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলামসহ সদস্য আবু সাঈদ, ফারজানা লাবনী, মঞ্জুরুল বারি কবির ও রুবিনা আফরুজ প্রমুখ।
বই বিতরণ অনুষ্ঠানে যুগ্ম সচিব শাহ মো. আবু রায়হান আল বিরুনী ও আব্দুর রশিদ মানবিক এ ফাউন্ডেশনকে গতিশীলের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস ও শিশুদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।