করোনার টিকা নিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ৭৪ হাজার মানুষ নিবন্ধন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এছাড়া টিকা নেওয়ার নিবন্ধন ৫ ফেব্রুয়ারির পরও চলমান থাকবে বলেও জানান স্বাস্থ্যের মহাপরিচালক।
আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা কার্যক্রম নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি। আনুষ্ঠানিকভাবে ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। সে উপলক্ষেই স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, নিবন্ধন ছাড়া করোনার টিকা দেওয়া হবে না। এ ছাড়া ৭ ফেব্রুয়ারি রাজধানীতে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা নেবেন বলেও জানান তিনি। বলেন, আপাতত সরকারি হাসপাতালগুলোতেই করোনার টিকা দেওয়া হবে।
এ ছাড়া করোনার টিকা নিতে নিবন্ধন করতে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন ও গ্রাম-গঞ্জে মাইকিং করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, ‘করোনাভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে শুরুতে বিভিন্ন আলোচনা-সমালোচনা, ভয়-আশঙ্কা ও গুজব ছড়ালেও, পর্যায়ক্রমে টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে।’
অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেন, ‘টিকার জন্য নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। ৫ ফেব্রুয়ারির পরেও নিবন্ধন কাজ চলমান থাকবে।
করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহীতাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় ৪ ফেব্রুয়ারি ‘সুরক্ষা অ্যাপ’ প্লে-স্টোরে চলে আসবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।