ইউন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালেই জোমেল ওয়ারিক্যানের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন আগের দিন ৩৪ রানে অপরাজিত থাকা লিটন। আজ সকালে তার ব্যাচে যোগ হয়েছে ৪ রান। তবে মেহেদি হাসান মিরাজকে সঙ্গী করে ক্যারিয়ারের ২৫তম ফিফটি হাকিয়েছেন সাকিব আল হাসান। মধ্যাহ্নবিরতির আগ মুহূর্তে রাকিম কর্নওয়েলের বলে শর্ট গালিতে ক্যাচ তুলে ৬৮ রান করে ফিরেন সাকিব।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেটে ৩২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে টিম বাংলাদেশ। উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ ৪৬* ও অভিজ্ঞ তাইজুল ইসলাম ৫*।
গতকাল বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান। প্রায় এক বছর পর সাদা পোশাকে মাঠে নেমে ব্যাট হাতে প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। উইকেটে সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি টপ অর্ডার ব্যাটসম্যানরা। রান আউট, ভুল শট ও আম্পায়ারের বাজে সিদ্ধান্তের শিকার হওয়ার মধ্য দিয়ে ৫ উইকেটে ২৪২ রানে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করে বাংলাদেশ। তবে স্বস্তি ছিল দিন শেষেও সাকিব ও লিটনের অপরাজিত থাকা নিয়ে। যদিও দ্বিতীয় দিনে লিটন ইনিংসটা লম্বা করতে পারেননি। সাকিবও অনেকটা সাদামাটা বলেই উইকেট বিলিয়ে ফিরেছেন।
প্রথম দিন ইনিংসের গোড়াপত্তন করতে এসে বেশ ধীর তালেই এগোচ্ছিলেন তামিম ও সাদমান। কিন্তু হঠাই ছন্দপতন। ক্যারিবীয়ান পেসার কিমা রোচের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম। এরপর সাদমানের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে ডাবল নিতে গিয়ে রান আউটের ফাঁদে পা দেন নাজমুল হোসেন শান্ত।
এরপর ২৬ রান করে ওয়ারিক্যানের ঘূর্ণির শিকার হন অধিনায়ক মুমিনুল হক। শুরু থেকেই ধৈর্য্যের পরীক্ষা দেয়া অপেনার সাদমানও ৫৯ রানে ওয়ারিক্যানের দ্বিতীয় শিকারে পরিণত হন। বলা যায়, এ দুজনই অনেকটা ‘আত্মঘাতী’ হয়ে উইকেট বিলিয়ে ফিরেছেন। একই বোলারের ফাঁদে পা দেন ৩৮ রান করা ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমও।
ক্যারিবিয়ান বোলারদের হয়ে এখন পর্যন্ত জোমেল ওয়ারিক্যান ৪টি, কিমা রোচ ও রাকিম কর্নওয়েল ১টি করে উইকেট নিয়েছেন।